ঢাকা শহরে আপাতত ব্যাটারিচালিত রিকশা চলবে: চেম্বার আদালত

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১১ PM

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।

আজ সোমবার (২৫ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, হাইকোর্টের দেওয়া আদেশে একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এ অবস্থায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই।

এর আগে, গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পরদিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এতে জনজীবনে নেমে আসে দুর্ভোগ। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহতও হয়েছে।