ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১০:১৭ AM

সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ৫০ সংশোধন করে নতুন উপধারা (৪ক) যুক্ত করেছে। এই সংশোধনের মাধ্যমে রহিত হওয়া ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’-এর অধীনে দায়ের করা সব মামলা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ওই আইনে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিরা মামলার দায় থেকে মুক্তি পাবেন, পাশাপাশি তদন্তাধীন মামলাগুলিও বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মোট ১১টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়।

সংশোধিত ধারা অনুযায়ী, রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১-এর অধীনে আদালত বা ট্রাইব্যুনালে নিষ্পন্ন কোনও মামলা, বিচার বা কার্যধারা বাতিল হবে। পাশাপাশি পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে তদন্তাধীন মামলা বা কার্যক্রমও আর গ্রহণযোগ্য থাকবে না।

ভার্চুয়াল জগতের অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়েছিল। তবে বহু বিতর্কিত ধারার কারণে ২০২৩ সালে কিছুটা সংশোধন আনা হয়। পরে অন্তর্বর্তী সরকার এটিকে আরও শক্তিশালী করে সাইবার সুরক্ষা অধ্যাদেশে রূপান্তরিত করেন।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ সাংবাদিকদের জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। এর ফলে মামলায় অভিযুক্তরা দণ্ড বা দায়মুক্তি পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।