চট্টগ্রাম বন্দরের ৪ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়ার আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৬:৫৬ AM

চট্টগ্রাম বন্দরের চার হাজার শূন্য পদে স্বচ্ছ নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

বুধবার (১৯ মার্চ) চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মহানগর জামায়াত আমির শাহজাহান চৌধুরী বলেন, বন্দরের সদস্য ও উচ্চ পদে বাইরে থেকে কর্মকর্তা আনা চলবে না, বরং কর্মরত অভিজ্ঞ, দক্ষ ও সৎ কর্মকর্তাদের পদায়ন করতে হবে। চট্টগ্রাম বন্দরের প্রাণস্পন্দন এনসিটি, সিসিটি-সহ কোনো স্থাপনা কোনো দেশি-বিদেশি অপারেটর বা ব্যক্তি মালিকানায় দেওয়া যাবে না। বরং দেশের স্বার্থে বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেগুলো পরিচালনা করতে হবে।

ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পরিচালনায় বন্দর রিপাবলিক ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।