হন্ডুরাসে ছোট্ট বিমান বিধ্বস্ত, নিহত ৬
-1181141.jpg?v=1.1)
আমেরিকার দেশ হন্ডুরাসে ১৭ জন আরোহীসহ উড্ডয়নের পর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) রোয়াতান দ্বীপ থেকে বিমানটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
দমকল বিভাগের প্রধান উইলমার গেরেরো জানান, দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া হাসপাতাল থেকে ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হন্ডুরাসের লানসা এয়ারের জেটস্ট্রিম বিমানটির ১৭ জন আরোহী মধ্যে তিন ক্রু, দুই শিশু, এক মার্কিন নাগরিক ও ফ্রান্সের এক নাগরিক ছিলেন।
প্রসঙ্গত, দুর্ঘটনাকবলিত বিমানটি রোয়াতান দ্বীপ থেকে মূলভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।