ফের গাজা যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ AM

শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে ফের হামলা করা উচিৎ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই সুরেই কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মুক্তি না দিলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে এ প্রসঙ্গে কথা বলেন বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে। 

ট্রাম্পের ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি দল শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয়, তাহলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং তীব্র লড়াই আবার শুরু করবে।

নেতানিয়াহু জানান, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরও জিম্মিদের মুক্তি স্থগিত রাখা নিয়ে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং আশেপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি, তিনি বাকি ৭৬ জন জিম্মির মুক্তি দাবি করছেন, নাকি এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তাদের মুক্তি দাবি করেন। তবে একজন মন্ত্রী বলেছেন, তিনি সকলের কথা বলছেন।

হামাস ইসরায়েলের বিরুদ্ধে তিন সপ্তাহের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াও অন্তর্ভুক্ত। এই দাবি ইসরায়েল অস্বীকার করেছে।

নেতানিয়াহুর বক্তব্যের পর হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েল যেকোনো জটিলতা বা বিলম্বের জন্য দায়ী।

এরআগে আগামী শনিবারের মধ্যে গাজায় হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন। 

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার দেশটির পরবর্তী ধাপের জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্টকালের জন্য দেরি করার ঘোষণা দিয়েছে হামাস। হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কী হবে তার সিদ্ধান্ত তিনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে চান।   

ট্রাম্প বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয় তা হলে আমি বলব এটি (যুদ্ধবিরতি) বাতিল করুন। গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘তারা সম্মত না হলে আমি সহায়তা আটকে রাখব।’