দিল্লির মসনদে বসছেন মোদির বিজেপি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৮ PM

চলতি বছর ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মাধ্যমে দুই দশক পর দিল্লির মসনদে বসেছে বিজেপি। শনিবারের নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, বিজেপি ৭০ আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে।

নির্বাচন কমিশনের ছয় ঘণ্টার গণনার ফলাফলে দেখা গেছে, ৮৫ শতাংশ ভোট গণনায় বিজেপি ৪৮টি আসন নিশ্চিত করেছে। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দল বা জোটের ৩৬ আসনের প্রয়োজন। বিজেপি এ আসন সংখ্যায় পৌঁছানোয় তাদের জয় নিশ্চিত হয়ে গেছে।

দিল্লির এই বিশাল জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে "উন্নয়ন এবং সুশাসনের জয়" হিসেবে অভিহিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, "বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের স্যালুট এবং অভিনন্দন। আমি হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ।"

তিনি আরও জানান, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রা উন্নত করার প্রচেষ্টায় কোনো ছাড় দেওয়া হবে না। মোদি বিজেপির সকল কর্মীর জন্য গর্ব প্রকাশ করেছেন, যারা রাত-দিন পরিশ্রম করে দলকে এই বিশাল জয় এনে দিয়েছেন। তিনি বলেন, "আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য আরও দৃঢ়ভাবে নিজেদের উৎসর্গ করব।"

এবারের জয়টা ছিল বিজেপির জন্য ঐতিহাসিক। গত দুই দশকে প্রথমবারের মতো তারা দিল্লি বিধানসভায় জয়ী হয়েছে। এই জয়কে বিজেপির নেতাকর্মীরা উল্লাসের সঙ্গে উদযাপন করছেন। নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, আম আদমি পার্টি (এএপি) ২২টি আসনে জয় পেয়েছে, তবে কংগ্রেস কোনো আসনেই জয় পায়নি।

এর আগে, ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছিল এবং ২০১৫ সালে ৬৭ আসনে জয় পেয়েছিল।