বড় ব্যবধানে আমেরিকাকে হারালো বাংলাদেশ
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত খো খো বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ ছেলে ও মেয়ে, দুই দলই অংশগ্রহণ করছে। আজ (মঙ্গলবার) উভয় দলই জয় লাভ করেছে।
ছেলেদের বিভাগে বাংলাদেশ ৫৭-২৪ পয়েন্টে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে বাংলাদেশ ৭৯-১৪ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ছেলেদের বিভাগে ম্যাচ সেরা হয়েছেন ইদিল প্রামানিক এবং মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন রিতু রানী সাহা।
আজ একই দিনে বাংলাদেশের ছেলে দল আরেকটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে তারা আমেরিকাকে ৮৩-২৬ পয়েন্টে হারিয়ে বড় জয় পেয়েছে। পুরুষ দলের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, এবং নারী দলের প্রতিপক্ষ জার্মানি। বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।