সিরিয়ায় চেপে বসেছে ইসরায়েল; দামেস্কে শতাধিক বিমান হামলা
গত রবিবার পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিদ্রোহীরা দামেস্ক ঘেরাও করলে সপরিবারে পালিয়ে যান দুই যুগ ধরে ক্ষমতায় থাকা আসাদ। তবে এর পর থেকেই দেশটিতে চেপে বসেছে দখলদার ইসরায়েল। আসাদের পতনের পর ৫০ বছরে প্রথমবার ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে ইসরায়েল। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে দেশটি। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার শিকার হওয়া স্থাপনাগুলোর মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সাথে জড়িত সন্দেহজনক একটি গবেষণা কেন্দ্র রয়েছে। বাশার আল-আসাদ সরকারের পতনের পর চরমপন্থীদের নিষ্ক্রিয় করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
রাসায়নিক অস্ত্রের সন্দেহজনক মজুত নিরাপদ কিনা তা নিশ্চিতে জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার কর্তৃপক্ষকে সতর্ক করার পরই এই হামলার ঘটনা ঘটল।
এদিকে সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যেখানে ইসরায়েলি সেনাদের সিরিয়ায় প্রবেশ করতে দেখা গেছে।
এদিকে আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী কৌশলগত এলাকার ইসরায়েল-অধিকৃত অংশের কাছাকাছি পাঁচটি গ্রামে বসবাসকারী সিরীয়দের ‘ঘরে থাকতে’ সতর্ক করেছে।
১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং এটিকে সংযুক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার ভূখণ্ড বেআইনিভাবে দখল করা বলেই মনে করে।