ইসলামাবাদে বিক্ষোভে ৮ পিটিআই কর্মী নিহত; সমাবেশ স্থগিত ঘোষণা
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মীরা ইসলামাবাদের প্রতিবাদ সমাবেশ স্থগিত ঘোষণা করেছেন। তিন দিন আগে অর্থাৎ গত ২৪ নভেম্বর ডাকা এই বিক্ষোভ সমাবেশ আজ বুধবার (২৭ নভেম্বর) স্থগিত করা হলো। খবর জিও নিউজের।
ইসলামাবাদের রেড জোন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর এই ঘোষণা আসে। খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও প্রতিবাদ সমাবেশ এলাকা থেকে চলে আসেন।
বুধবার পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল একটি প্রেস রিলিজ ইস্যু করেছে, যেখানে বলা হয়েছে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানা বানানোর পরিকল্পনার কারণে আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ স্থগিত ঘোষণা করছি।
সাবেক ক্ষমতাসীন দল বলেছে যে, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যতের কর্মপন্থা ঘোষণা করা হবে।
এতে আরও বলা হয়েছে, দলের রাজনীতিবিদ এবং মূল কমিটি বিক্ষোভের সময় নাগরকদের প্রতি সরকারের বর্বরতার ঘটনা বিশ্লেষণ করে ইমরান খানের সঙ্গে শেয়ার করা হবে।
পিটিআইয়ের মুখপাত্র বলেছেন, এ পর্যন্ত দলের ৮ জন নেতাক্ররমীর শহীদ হওয়ার খবর পাওয়া গেছে।
মুখপাত্রের বরাত অনুযায়ী শহীদ হওয়া ব্যক্তিরা হলেন, আনিস শেহজাদ সেট্টি, মালিক মুবিন ঔরঙ্গজেব, আব্দুল কাদির, মালিক সাফদার আলি, আহমেদ ওয়ালী, মাহমুদ ইলিয়াস এবং আব্দুর রশিদ।
এর আগে, খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ দাবি করেছিলেন যে পিটিআই প্রতিষ্ঠাতা চলমান বিক্ষোভকে ইসলামাবাদের উপকণ্ঠে নিয়ে যেতে রাজি হয়েছেন, কিন্তু তার স্ত্রী বুশরা বিবি তা করতে অস্বীকার করেছেন।
পিটিআই নেতা শের আফজাল মারওয়াত জিও নিউজকে বলেছেন যে, তিনি এবং গন্দাপুর পিটিআইয়ের পদযাত্রা ডি-চকে প্রবেশের পক্ষে ছিলেন না, কেপি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কর্মীরা কুলসুম হাসপাতালের সীমা অতিক্রম করবেন না।
এদিকে পিটিআই মার্চ রেড জোনে প্রবেশ করার পরে, আইন প্রয়োগকারী সংস্থাগুলি অপারেশন শুরু করে এবং ইসলামাবাদের ডি-চক থেকে মিছিলকারী বিক্ষোভকারীদের পিছনে ঠেলে দেয়।
ভারী টিয়ারগ্যাস নিক্ষেপের পর বুশরা বিবি এবং কেপির মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর একটি গাড়িতে চড়ে প্রতিবাদস্থল থেকে চলে যান। পিটিআই বিক্ষোভকারীরাও সাইট থেকে পিছু হটে।
সূত্র জানিয়েছে, ইসলামাবাদ পুলিশের কর্মীরা বুশরা বিবি ও গন্দাপুরকে ধাওয়া করে এবং তাদের দেহরক্ষীদের ধরে নিয়ে যায়। পরে, মুখ্যমন্ত্রীর পরিবারের গোপনীয় সূত্র জানায় যে দুজন নিরাপদে কেপিতে পৌঁছেছে।
সূত্র: জিও নিউজ