যুদ্ধবিরতি সত্ত্বেও বাস্তুচ্যুত লেবানিজদের বাড়িতে না ফেরার নির্দেশ ইসরায়েলের
দখলদার দেশটির সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দাদের দক্ষিণ লেবাননে তাদের বাড়িতে না ফেরার নির্দেশ দিয়েছে ইসরাইল।
যদিও ইসরায়েল-লেবাননের ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে (আইডিএফ) দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে তুলে নেওয়ার কথা বলা হয়েছে, তবে এখনই ইসরায়েলি সৈনি প্রত্যাহার হচ্ছে না।
আইডিএফ দক্ষিণ লেবাননে তাদের অবস্থানে মোতায়েন থাকবে, ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচয় আদরাই বুধবার এক এক্স পোস্টে এ কথা জানান।
তিনি বলেন, "আইডিএফ যে গ্রামগুলো খালি করতে বলেছে এবং যে এলাকায় অবস্থান করছে সেখানে আপনাদের জন্য প্রবেশাধিকার নিষেধ।"
যদিও মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার বলেছিলেন, চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে। এ সময় হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার পেছনে সরে যাবে বলে আশা করা হচ্ছে।