গণপূর্তের গুরুত্বপূর্ণ দুই নির্বাহী প্রকৌশলী বদলি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১০:১৯ PM

গণপূর্ত অধিদপ্তরের দুই নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তারকে ঢাকা ইডেন ভবন গণপূর্ত বিভাগ থেলে বদলি করে ঢাকা গণপূর্ত প্রকল্প বিভাগ-৪-এ পদায়ন করা হয়েছে। অন্যদিকে, রাজবাড়ী গণপূর্ত বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ মনিরুজ্জামান সরকারকে বদলি করে ঢাকা ইডেন ভবন গণপূর্ত বিভাগে পদায়ন করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৭ জুলাই থেকে তারা 'তাৎক্ষণিকভাবে অবমুক্ত' বলে গণ্য হবেন।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।