মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোট গণনা; এখন পর্যন্ত এগিয়ে ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানায়, ১৫৪টি ইলেকটোরাল ভোটে এগিয়ে ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস এগিয়ে আছেন ৩০টিতে।
বাংলাদেশ সময় বুধবার (০৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গণনা করা ভোটে প্রায় ২ কোটি ৩৯ লাখ পেয়েছেন কমলা হ্যারিস। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২ কোটি ৭৫ লাখের বেশি ভোট। প্রতি মিনিটে মিনিটে প্রাপ্ত ভোটের সংখ্যা বেড়ে চলছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের দল এগিয়ে আছে ৪২টিতে, সেখানে কমলার দল এগিয়ে ৩২টিতে। আর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ৯৩টিতে এগিয়ে থাকার আভাস মিলেছে ট্রাম্পের দলের। অপরদিকে প্রতিনিধি পরিষদে কমলার দল এগিয়ে ৫৪টিতে।
যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পপুলার ভোটে নির্বাচিত সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যরা প্রতিনিধি নির্বাচন করেন। এই প্রতিনিধিদের রায়ে অর্থাৎ ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।