ইরান বড় ভুল করেছে এবং হামলার জন্য মাশুল দিতে হবে: নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ০৭:৫১ AM

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান ‘বড় ভুল’ করেছে। তারা এর মূল্য দেবে।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, “ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত।”

তিনি আরও বলেন, “ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। (হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ার বোঝেনি, মোহাম্মদ দেইফ বোঝেনি, (হিজবুল্লাহ প্রধান) হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ সুখর বোঝেনি। খুব সম্ভবত তেহরানে যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে। যে আমাদের ওপর হামলা চালায়— আমরা তার ওপর হামলা চালাব।”

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন, ইরানের প্রক্সি বাহিনী ব্যর্থ হচ্ছে। তারা জয়ী হচ্ছেন। আর তারাই জয়ী হয়ে যাবেন এবং যুদ্ধের যতো লক্ষ্য আছে তার সবই অর্জন করবেন।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি আক্রমণটিকে একটি "গুরুতর এবং বিপজ্জনক বৃদ্ধি" বলে অভিহিত করেছেন যা ইসরায়েলের পছন্দের "স্থান ও সময়ে" প্রতিক্রিয়ার সাথে মিলিত হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরান "কোনও শিক্ষা নেয়নি - যারা ইসরায়েল রাষ্ট্রের উপর হামলা চালায় তাদের অনেক মূল্য দিতে হবে"।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ইরানকে সতর্ক করে বলেছে যে তারা "শীঘ্রই তাদের কর্মের পরিণতি অনুভব করবে" এবং ইসরায়েলের প্রতিক্রিয়া "বেদনাদায়ক" হবে।

 ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেছেন, ইরান হামলা চালিয়ে "রেড লাইন" অতিক্রম করেছে এবং ইসরাইল "চুপ থাকবে না"।

দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে ইসরাইল শক্তিশালী এবং "জিতবে"।

দখলদার ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন যে "গাজা, হিজবুল্লাহ এবং লেবানন রাষ্ট্রের মতো ইরানও এই মুহূর্তে অনুশোচনা করবে"।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা