উদ্বোধনী বক্তব্যে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিব গুতেরেসের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ AM

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের চাপিয়ে দেওয়া তথাকথিত গাজা যুদ্ধ বন্ধের জন্য দীর্ঘদিন ধরেই আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে উদ্বোধনী ভাষণে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অধিবেশনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বনেতারা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের বক্তব্যে উঠে আসে চলমান সংঘাতের কথা। গাজা-ইসরাইল ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বলে জানান গুতেরেস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।

গুতেরেসের পর বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ফিলেমন ইয়াং। তার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের মূল বিতর্ক শুরু হয়। প্রথমেই কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য জাতিসংঘের সংস্কার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দেন জো বাইডেন। আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ মাসের অধিক সময় ধরে চলা গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজার ৪৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৯৬ হাজারের অধিক ফিলিস্তিনি। ইসরায়েলের জোর করে চাপিয়ে দেওয়া এ যুদ্ধে প্রায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানে নিরাপদ জায়গা বলে আর কিছুই অবশিষ্ট নেই।