বিদ্যমান নির্বাচনী পদ্ধতিতে দেশকে কলঙ্কিত করা হয়েছে: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০১:০৫ PM

বিদ্যমান নির্বাচনী পদ্ধতিকে দায়ি করে বাংলাদেশকে ‘কলঙ্কিত’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তাঁর অভিযোগ, বর্তমান কাঠামোয় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আজ শনিবার (১ নভেম্বর)রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর গেট এলাকায় শাহবাগ পশ্চিম থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২০১৪ সালের 'ভোটারবিহীন নির্বাচন', ২০১৮ সালের 'দিনের ভোট রাতে' এবং ২০২৪ সালের 'আমি–ডামি নির্বাচন' একই পদ্ধতির ধারাবাহিকতা। তার দাবি, এ ধরনের ব্যবস্থায় জনগণের ভোটাধিকার নিশ্চিত হয় না এবং জনগণের সরকার গঠিত হতে পারে না।

সুষ্ঠু ভোটের জন্য অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে মত দিয়ে তিনি বলেন, এই পদ্ধতিতে ভোট কারচুপি, কেন্দ্র দখল এবং মনোনয়ন বাণিজ্যের সুযোগ থাকবে না। ফলে 'প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে' বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতৃত্বের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, দল ও ইসলামী ছাত্রশিবির 'সৎ ও নৈতিক নেতৃত্ব' তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিচালনায় শিবির–সমর্থিত প্যানেলের কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা–৮ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, জামায়াত ক্ষমতার রাজনীতি করে না, বরং মানুষের কল্যাণ ও সামাজিক সেবায় কাজ করে।

সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, অতীত সরকারগুলো মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নভেম্বরের মধ্যে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহবাগ পশ্চিম থানা জামায়াতের নেতা ডা. মেসবাহ উদ্দিন সায়েম, ডা. আনোয়ারুল হক ও ডা. হাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা। আয়োজনে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়।

পরে ড. হেলাল উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লালমনিরহাটের রোগী কাজিউল ইসলামকে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।