ট্রম্পকে অনুদান দেওয়ার খবরটি 'গুজব' বললেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক, এমন খবর প্রচারিত হয় সংবাদমাধ্যমে। তবে খবরটি ‘গুজব’ বলে জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাস্ক।
এর আগে আজ রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারীদের একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছেন ইলন মাস্ক।
ইলন মাস্কের এই অনুদানের অর্থ যুক্তরাষ্ট্রের পিএসি (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) নামের একটি রাজনৈতিক তহবিলে যাবে। যা নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোটদান এবং মেল-ইন ব্যালট প্রচারের মতো কাজ করবে।
এনডিটিবি বলছে, টেসলার সিইও ইলন মাস্ক প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছেন। তিনি এক্স-এ পোস্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে প্রতি মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার খবরটিকে ‘গুজব’ বলে জানান।