ক্রিকেট খেলা দেখছিলেন দুই চালক; ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ১৪ জন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ০১:৫৮ PM

গত বছর ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৪ জন নিহত হন। আহত হয়েছিলেন প্রায় ৫০ জন। সেই দুর্ঘটনার কারণ নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। অবশেষে গতকাল শনিবার (২ মার্চ) ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেনচালকেরা ক্রিকেট খেলা দেখার কারণে ওই দুর্ঘটনা হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান,  দুর্ঘটনার আসল কারণ ছিল ট্রেনের চালক ও সহকারী চালক-দুজনই মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন। ট্রেন কোন লাইনে ঢুকে যাচ্ছে, সে দিকে তাদের হুঁশই ছিল না।

তিনি বলেন, ‘আমরা এবার ট্রেনে এক বিশেষ ধরনের সিস্টেম বসাচ্ছি, যা এই ধরনের অমনোযোগী কাজকর্মকে ধরে ফেলবে। লোকো পাইলট ও অ্যাসিস্টেন্ট পাইলট যেন মনোযোগ দিয়ে ট্রেন চালান, তাও নিশ্চিত করবে এই সিস্টেম।’

অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘আমরা রেলের নিরাপত্তায় বরাবরের মতো গুরুত্ব দিচ্ছি। প্রত্য়েকটা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি এবং তার সমাধানও বের করার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে। কমিশনার অব রেলওয়ে সেফটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ হওয়া এখনও বাকি, তবে প্রাথমিক তদন্তেই জানা গিয়েছিল অন্ধ্র প্রদেশের ওই দুর্ঘটনার জন্য দায়ী ছিল রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালক ও সহকারী চালক। ওরা দুটি অটো সিগন্যাল নিয়ম ভেঙেছিল। দুর্ঘটনায় ওই দুই চালকেরই মৃত্যু হয়।’