এক সপ্তাহে সৌদি আরবে ১৭, ৮৯৬ অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ AM

বর্তমানে অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া ও সৌদি আরব। সৌদি আরবে এক সপ্তাহের ১৭ হাজার ৮৯৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে ১০ হাজার ৮৭৪ জন আবাসিক আইন ভঙ্গ করেছেন। এ ছাড়া ৪ হাজার ১২৩ জনেক অবৈধভাবে সীমান্ত অতিক্রম, ২ হাজার ৮৯৯ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং ৯৩৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধভাবে সৌদি থেকে অন্য দেশে প্রবেশের দায়ে ৪৮ জনকে আটক করা হয় এবং পরিবহন আইন ভঙ্গের দায়ে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে বসবাস করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানারও বিধান রাখা হয়েছে। 

এদিকে মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের, ৩৯ ইন্দোনেশিয়া, ১৫ নেপাল, ৯ শ্রীলংকা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। 

তিনি বলেন, রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬টায়। অভিযানের সময় দুই বাংলাদেশি একটি ড্রেনে লুকিয়ে থাকার চেষ্টা করেও পুলিশের হাত থেকে রক্ষা পেতে ব্যর্থ হন।

খায়রুল আমিনুস বলেন, আটকদের মালয়েশিয়ায় থাকার কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে।

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিল অংশ নেয়।