মেয়ে জু আয়ে-কে উত্তরসূরি করতে পারেন কিম: এনআইএস

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ PM

উত্তর কোরিয়ার শাসক কিম জং–উন তাঁর পরিবারের বিষয়ে বেশ রক্ষণশীল। সংবাদমাধ্যমের আলো থেকে পরিবারের সদস্যদের দূরে রাখতেই পছন্দ করেন তিনি। বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে তাঁকে সচরাচর একাই অংশ নিতে দেখা যায়। কদাচিৎ পাশে থাকেন স্ত্রী রি সল–জু। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে এই প্রথা ভেঙে ফেলেন কিম। পরপর দুটি রাষ্ট্রীয় আয়োজনে সপরিবার অংশ নিয়েছেন তিনি। তবে স্ত্রী রি সল নন, এসব আয়োজনে পুরো দুনিয়ার নজর কেড়ে নিয়েছে কিমের মেয়ে কিম জু–আয়ে।

প্রথা ভেঙে মেয়েকে প্রকাশ্যে আনায় কিম জং–উনের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, তবে কি কিমের উত্তরসূরি হিসেবে উত্তর কোরিয়ার পরবর্তী কান্ডারি হতে যাচ্ছে মেয়ে জু–আয়ে?

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস আভাস দিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর ছোট মেয়ে কিম জু আয়েকে তাঁর উত্তরসূরি করতে পারেন।

তবে গোয়েন্দা সংস্থাটি বলেছে, কী হবে না হবে, তা এখনো পিয়ং ইয়ংয়ের উত্তরসূরিসংক্রান্ত পরিকল্পনার ওপর নির্ভর করছে।

ধারণা করা হয়, জু আয়ে উত্তর কোরীয় নেতার দ্বিতীয় সন্তান। তার বয়স ১০ বছরের মতো। ২০২২ সালের শেষের দিকে প্রথম জু আয়েকে জনসমক্ষে দেখা গিয়েছিল। উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজ করার সময় আয়েকে তাঁর পাশে দেখা গেছে।

এনআইএস বলেছে, ‘কিম জু আয়ে প্রথম জনসমক্ষে আসার পর থেকে তার প্রতি সম্মানের মাত্রা এবং সরকারি তৎপরতা বিশ্লেষণের ভিত্তিতে বলা যায়, তার উত্তরসূরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমরা সব ধরনের সম্ভাবনার ওপরই নজর রাখছি। কারণ, কিম জং–উনের বয়স এখনো কম, তাঁর বড় কোনো স্বাস্থ্য জটিলতা নেই এবং অনেকগুলো বিকল্প আছে।’

গত মাসে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার একত্রকরণমন্ত্রীও কিমের মেয়েকে নিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন।

উত্তর কোরিয়া বিষয়ক পর্যবেক্ষকেরাও বলেছেন, ২০২২ সালের নভেম্বরে প্রথম জনসমক্ষে আসার পর থেকে জু আয়েকে ‘রেসপেক্টেড’ (সম্মানীয়) হিসেবে সম্বোধন করা হচ্ছে। এর আগে তাকে স্নেহভাজন হিসেবে উল্লেখ করা হতো।

উত্তর কোরিয়ায় সবচেয়ে সম্মানিত মানুষদের জন্যই রেসপেক্টেড শব্দটি সংরক্ষিত। কিম জং–উনকে ‘রেসপেক্টেড কমরেড’ হিসেবে সম্বোধন করা হয়।

গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার হোয়াসং-১৮ আন্ত-উপমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জু আয়েকে তার বাবা উনের সঙ্গে দেখা গেছে। গত নভেম্বরে মালিগইয়ং-১ গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের সময়ও তাকে দেখা গেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম উন বরাবরাই তাঁর পরিবারের ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করে থাকেন। বিশ্লেষকেরা বলছেন, মেয়ে যেন ক্ষমতা গ্রহণের আগেই নিজেকে প্রস্তুত করে নিতে পারে, তা নিশ্চিত করতেই হয়তো উন মেয়েকে আগেভাগেই জনসমক্ষে নিয়ে আসছেন।

সূত্র: বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস