রাজার সমালোচনা করায় এমপির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ PM

থাইল্যান্ডের রাজার সমালোচনা করার অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছেন দেশটির প্রগতিশীল মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) একজন সংসদ-সদস্য রুকচানোক শ্রীনর্ক (২৯)। আজ বুধবার (১৩ ডিসেম্বর) তার ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন থাই আদালত। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাজকীয় অবমাননাকর দুটি বার্তা পুনরায় পোস্ট করার জন্য ‘লেস ম্যাজেস্টে ও কম্পিউটার অপরাধ’ আইন লঙ্ঘনের জন্য শ্রীনর্ককে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে শ্রীনর্ককে ৫ লাখ বাহত (১৪ হাজার ইউএস ডলার) নিরাপত্তাসহ জামিন দেওয়ার ঘোষণাও দেন আদালত।

এ বিষয়ে এমএফপি নেতা চৈথাওয়ান তুলাথন বলেন, ‘রাকচানোক শ্রীনর্ককে ১১২ (লেস ম্যাজেস্টে) অভিযোগে তিন বছরের ও কম্পিউটার অপরাধ আইনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

চলতি বছরের মে মাসের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছিল এমএফপি। কিন্তু দলটি থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংস্কারের পক্ষে থাকায় সরকার গঠন করতে পারেনি।