প্রথমবার গাজায় প্রবেশ করল জর্ডানের ফিল্ড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩, ০১:০৩ PM

ফিলিস্তিনি কর্মকর্তার মতে, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাফাহ ক্রসিং দিয়ে একটি ফিল্ড হাসপাতাল গাজা উপত্যকায় প্রবেশ করেছে।

সোমবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গাজার হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ জাকাউট বলেছেন, জর্ডানের হাসপাতালটি দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে প্রতিষ্ঠিত হবে।

জাকাউত গাজার দক্ষিণের হাসপাতালের অবস্থাকে "বিপর্যয়কর" হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বিমানের অবিরাম বোমাবর্ষণ ও কামানের হামলায় প্রতিদিন শত শত আহত লোককে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের নৃশংস এসব হামলায় ১৩ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৫ হাজার জনই শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ৩৩ হাজার মানুষ। আহতদেরকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তবে গত ২৮ অক্টোবর থেকে টার্গেট করে গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে হাসপাতালগুলোও এখন আর নিরাপদ নেই।

এছাড়া অবরোধের ফলে গাজার প্রায় সব কটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় গাজায় প্রবেশ করল জর্ডানের ফিল্ড হাসপাতাল।