গাজায় সামরিক অভিযানে ৫০ হাজার রিজার্ভ সেনা বাড়াচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান আরও জোরদারের অংশ হিসেবে অতিরিক্ত ৫০ হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এতে দেশটির রিজার্ভ বাহিনীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় সাড়ে চার লাখে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানায়, ইসরায়েলি সরকার গাজায় চলমান সামরিক অভিযান আরও জোরদারের লক্ষ্যে ৫০ হাজার রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ নামের সামরিক অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে ইসরায়েলের রিজার্ভ সেনা সংখ্যা ৪ লাখ, যা ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত ৫০ হাজার বাড়িয়ে সাড়ে ৪ লাখ করা হবে।

চলতি মাসের শুরুতে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা ‘অপারেশন গিডিয়নস চ্যারিয়টস’ অনুমোদন দেয়। এর আওতায় উত্তর গাজা থেকে পুরোপুরি জনসাধারণকে সরিয়ে নেওয়া এবং ভেতরের কিছু অঞ্চল দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে ইসরায়েলের ভেতরে থেকেই এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে। মাদার্স অন দ্য ফ্রন্ট লাইন নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আয়েলেত হাশাচার সাইদোফ বলেন, ‘আমরা চাই নেতানিয়াহুর এই যুদ্ধ বন্ধ হোক।’

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব এলাকা থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের। তাদের চলে যেতে বলা হয়েছে, না হয় গুলি চালানো হচ্ছে। নিজেদের বাড়ি ও এলাকায় ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা।