তুরস্ক-আজারবাইজানের ২৩ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ ভারতের

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থনের জেরে তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ঘরুয়ায় অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত রাজনৈতিক অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাজ্যসভার সদস্য সৎনাম সিংহ সন্দু এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুরস্ক ও আজারবাইজানের তরফে পাকিস্তানের প্রতি যে সমর্থন এসেছে, তা ভারতের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আমরা ওই দুই দেশের সব শিক্ষাগত চুক্তি বাতিল করেছি।

তিনি ভারতীয় শিক্ষার্থীদের অনুরোধ করেন যেন তারা তুরস্ক বা আজারবাইজানে উচ্চশিক্ষার জন্য না যান এবং বরং ‘ভারতবান্ধব’ দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেন।

চুক্তি বাতিল হওয়া এই ২৩টি সমঝোতা স্মারকের আওতায় ছিল শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষিকা বিনিময় কার্যক্রম।

উল্লেখ্য, পেহেলগাম হামলার পর পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে আজারবাইজান ও তুরস্ক। তুরস্ক আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো পাকিস্তানের দাবিকে সমর্থন করে, আর আজারবাইজান ভারত-পাকিস্তান উত্তেজনায় ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নেয়।