ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফের ঋণ পেল পাকিস্তান

ভারতের আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় ১.৪ বিলিয়ন ডলারের একটি নতুন ঋণ অনুমোদন করেছে। পাশাপাশি, সাত বিলিয়ন ডলারের চলমান কর্মসূচির প্রথম পর্যালোচনা অনুমোদন দেওয়ায় অতিরিক্ত ১ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে সংস্থাটি।

আইএমএফ এক বিবৃতিতে জানায়, 'পাকিস্তান ইতোমধ্যে কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।'

চলমান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট দুই বিলিয়ন ডলার ছাড় করেছে আইএমএফ। তবে জলবায়ু সহনশীলতা তহবিল থেকে নতুন কোনো অর্থ এখনই ছাড় করা হয়নি।

এদিকে ভারত আইএমএফকে জানিয়েছে, পাকিস্তানের ঋণ কর্মসূচি আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা উচিত। কারণ, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গত এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

শুক্রবারের বৈঠকে ভারত জানায়, পাকিস্তান এই ঋণের অর্থ ব্যবহার করে 'রাষ্ট্রীয় মদদপুষ্ট সীমান্তপার সন্ত্রাসবাদে' অর্থ জোগাতে পারে—এ আশঙ্কা রয়েছে।

এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফ বলেন, 'আইএমএফ কর্মসূচি ব্যর্থ করতে ভারতের চেষ্টাগুলো সফল হয়নি।'

দুই কর্মসূচির প্রাথমিক চুক্তি বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার আগেই হয়েছিল।