‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছেন এমন অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। রবিবার বিকেল ৩টার দিকে বেঙ্গালুরুর কুদুপু এলাকার ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে ঘটেছে এই ঘটনা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য সরকারের পুলিশমন্ত্রী জে পরমেশ্বর বলেন, “রোববার দুপুরে কুদুপুতে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ— তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন।”
“এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন ২৫ জন। তাদের কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে।”
এদিকে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার অনুপম আগ্রাওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
অনুপম আগ্রাওয়াল বলেন, “প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, রোববার বিকেল ৩টার দিকে ভাত্রা কাল্লুর্তি মন্দিরের কাছে যে মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল, তার সংলগ্ন এলাকায় সচিন নামের এক অটোরিকশা চালকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এতে সচিন ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির ওপর হামলে পড়ে এবং আশপাশের জনতার উদ্দেশ্যে বলে যে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন।”
“সচিনের চিৎকারে কয়েক জন উৎসাহী পথচারী এসে ওই ব্যক্তিকে পেটানো শুরু করে। এ সময় কয়েকজন পথচারী তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভিড়ের কারণে তারা ব্যর্থ হন। গণপিটুনির জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মব সহিংসতায় যুক্ত হয়েছিলেন অন্তত ২৫ জন।”
আগ্রাওয়াল আরও জানান, এ ঘটনার পর অভিযানে নামে বেঙ্গালুরু পুলিশ এবং মঙ্গলবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের মূল হোতা সচিনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও তৎপরতা জারি আছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া