গোল মিস করায় খেলোয়াড়ের অনাগত সন্তানকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩২ AM

এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচে ১০ জনের ইউনাইটেডের বিপক্ষে জয় পেতে পারেনি আর্সেনাল। ট্রাইবেকারে হাড্ডাহাডি লড়াইয়ের পর ইউনাইটেডের গোলরক্ষক কাই হাভার্টজের পেনাল্টি রক্ষা করে ম্যাচ থেকে আর্সেনাল ছিটকে যায়।

এফএ কাপের এই হতাশাজনক পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কাই হাভার্টজের ব্যাপারে শুরু হয় তীব্র সমালোচনা। এরই মধ্যে কিছু বাজে মন্তব্যের মধ্যে হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকিগুলোর একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হাভার্টজের স্ত্রী সোফিয়া হাভার্টজ, যেখানে লিখা ছিল, "আমি তোমার ঘরে এসে তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।"

এই ধরণের অশালীন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে সোফিয়া হাভার্টজ লিখেছেন, "যদি কেউ মনে করে এই ধরনের কিছু লেখা স্বাভাবিক, তবে সেটি আমার জন্য এক বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।"

এই ঘটনার পর আর্সেনাল ক্লাব জানিয়েছে যে তারা বিষয়টি তদন্ত শুরু করেছে এবং যারা এই ধরনের অশালীন আচরণ করেছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। গোলডটকমের তথ্য অনুযায়ী, আর্সেনাল সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহারকারীকে শনাক্ত করার জন্য ইনস্টাগ্রামে রিপোর্ট করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে বিশেষজ্ঞ তদন্তকারীর সাথে পরামর্শ করছে।