আফগানিস্তানের সঙ্গে খেলবে হামজারা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৫ AM

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসবে ভারত। একই দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। তবে ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

জানা গেছে, প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়। সেই ম্যাচে মাঠে নামবেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা।

তবে আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল বাফুফের। কারণ, একই সময়ে জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবে ৩০টিরও বেশি দেশ।

একই সময়ে জাতীয় স্টেডিয়ামে আর্চারির প্রতিযোগিতা থাকায় বিষয়টি কিছুটা সাংঘর্ষিক। তবে দুই পক্ষ আলোচনায় বসে সমঝোতার পথ খুঁজে নেওয়ার কথা জানিয়েছে। 

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন, ম্যাচের অনেক দিন বাকি। এর মধ্যে আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে বসে একটা সুন্দর সমাধানের পথ বের খুঁজে নেব।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, আমরা জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেদিন যদি ফুটবলের ম্যাচ থাকে আমরা চাইব একটু আগেভাগে খেলা শেষ করতে। বিকেলের মধ্যে স্টেডিয়াম খালি করে দিলে বাফুফে রাতে ম্যাচ আয়োজন করতে পারবে।