লেস্টার সিটি ছাড়ছে বাংলাদেশি হামজা চৌধুরী
বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন এবং শীতকালীন দলবদলে লোন ডিলে অন্য ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। গুঞ্জন রয়েছে, তিনি শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পারেন, যেটি বর্তমানে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়নশিপে খেলছে। লেস্টারের সঙ্গে তাঁর চুক্তি প্রায় পাকা হয়ে গেছে, তবে এখনও নিশ্চিত নয় যে হামজা লোনে যাচ্ছেন, নাকি তিনি পুরোপুরি ক্লাব ছাড়ছেন।
এফএ কাপের এক ম্যাচে, যেখানে লেস্টার সিটি কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৬-২ গোলে হারায়, হামজা পুরো সময় সাইডবেঞ্চে বসে ছিলেন, যা দলবদলের গুঞ্জনকে আরও শক্তিশালী করে তুলেছে। শেফিল্ড ইউনাইটেডের প্রতি আগ্রহ ছিল দীর্ঘদিন ধরেই এবং তারা লেস্টার সিটির বিপর্যয়ের পর হামজাকে দলে নিতে চেয়েছিল। বর্তমানে শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে রয়েছে এবং তারা প্রিমিয়ার লিগের কোয়ালিফিকেশনে অংশ নিতে পারে।
লেস্টার সিটি বর্তমানে প্রিমিয়ার লিগে ১৯তম স্থানে রয়েছে এবং তারা অবনমনের ঝুঁকিতে রয়েছে, যার ফলে হামজা চৌধুরী হয়তো শেফিল্ড ইউনাইটেডে নিয়মিত খেলার সুযোগ পাবেন। এ কারণে, লেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত তাঁকে হয়তো খুব একটা হতাশ করবে না।