রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় বার্সেলোনার
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রুদ্ধশ্বাস ও উত্তেজনায় ভরা এই ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে কাতালানরা জিতল তাদের রেকর্ড ১৫তম শিরোপা।
রবিবার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মহিমান্বিত রাত উদযাপন করেছে বার্সেলোনা, কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির দলের জন্য এটি ছিল এক ভোলা না যাওয়ার মতো রাত।
গত বছরের সুপার কাপ ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। এবারের ম্যাচে, গোলের শুরুটা রিয়াল মাদ্রিদই করে। পঞ্চম মিনিটে ভিনিসিউসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে একক প্রচেষ্টায় গোল করেন। এরপর শুরু হয় বার্সেলোনার রক্ষণহীন আক্রমণ। প্রথমার্ধেই চার গোল দিয়ে রিয়াল মাদ্রিদকে ম্যাচ থেকে ছিটকে ফেলে বার্সেলোনা।
৩৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেভানডোভস্কি, এরপর রাফিনিয়া তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে গোল করেন বালদে। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন, ৫-২ গোলে ম্যাচ শেষ হয়।
শেষে রিয়াল মাদ্রিদ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এদিন বার্সেলোনা ইতিহাসে প্রথমবারের মতো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ক্লাসিকোয় অন্তত ৪ গোল করে। ১৯৬৩ সালের পর প্রথমবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এমন কিছু দেখল ফুটবল বিশ্ব।