ফিল্ডিংয়ে বাংলাদেশ; অভিষেক সাকিবের

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন নিয়ে খেলতে নামলেও টস ভাগ্যটা সহায় হয়নি বাংলাদেশ অধিনায়কের। সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন।
টেস্ট দলে পরিবর্তন আসাটা ছিল প্রত্যাশিত। ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতার কারণে ডিপিএল থেকে সরাসরি দলে ডাকা হয় ফর্মে থাকা এনামুল হক বিজয়কে। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। টেস্ট অভিষেক হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবেরও, যিনি সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই পরিচিত মুখ। পাশাপাশি স্পিন বিভাগে দলে যুক্ত হয়েছেন নাইম হাসান।
সিলেটের প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা এবং খালেদ আহমেদ। এদের মধ্যে নাহিদ রানা অবশ্য দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনাতেই ছিলেন না।
অভিষেক আর পরিবর্তন আছে জিম্বাবুয়ে দলেও। সফরকারীদের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ভিনসেন্ট মাসেকেরার। আর দলে জায়গা করে নিয়েছেন তাফাদজোয়া টিসিগা। বাদ পড়েছেন মায়াভো এবং নিয়াউচি।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
জিম্বাবুয়ে : ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেরা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস রয় ওয়েলচ ও শন উইলিয়ামস।