কেন পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট দল?
বাংলাদেশ প্রথমবার ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও ২৫ বছরে বিশ্বকাপের নক আউট পর্বে কোন ম্যাচ জিততে পারেনি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগেও ভালো অবস্থানে নেই দল। দু’বার দুই চেয়ারে বসে কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষণ করা স্টুয়ার্ট ল’ সংবাদ মাধ্যম আলজাজিরাকে বলেছেন, ২৫ বছরে আসলে এগোয়নি বাংলাদেশের ক্রিকেট।
তার ভাষ্য অনুযায়ী ক্রিকেটে উন্নতির জন্য যে পন্থা বাংলাদেশ হাতে নিয়েছে তা ঠিক কাজে দেয়নি, ‘২৫ বছরে ক্রিকেটে বাংলাদেশ তেমন একটা সামনে এগোতে পারেনি। তারা ক্রিকেটে উন্নতির জন্য এখন পর্যন্ত যা যা করেছে, তা আসলে কাজে দেয়নি। কী করলে সামনে এগোবে এটা তাদের নতুন করে খুঁজে দেখতে হবে।’
তথ্যসূত্র: সমকাল