পরিবর্তন হোক সমাজের, সকলের
পোশাকে নয় পরিবর্তন আনতে হবে মন-মানসিকতায়
বলেছেন : জাহাঙ্গীর আলম চৌধুরী, উপদেষ্টা; স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়
পুলিশের পোশাক নয়, পরিবর্তন করতে হবে মানসিকতা: এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের পোশাক পরিবর্তন করলে কিছুই হবে না, পরিবর্তন করতে হবে মন-মানসিকতা। ঘুষ সমাজ ও রাষ্ট্রের বড় ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, এটি বন্ধ না হলে দেশ পরিবর্তন করা কঠিন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও বদলিতে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে। চাঁদাবাজি বেড়ে গেছে; লোকজন অতিষ্ঠ। এটি বন্ধ করতে হবে। না পারলে সেই সদস্যদের প্রয়োজনে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।