বাড়িভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি, আন্দোলন প্রত্যাহার এমপিও শিক্ষকদের
_-1210511.png?v=1.1)
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক–কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী জানিয়েছেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের প্রধান দাবি পূরণ হয়েছে। তিনি বলেন, আমরা সফল হয়েছি, এখন আন্দোলন স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরছি।
আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হয়েছে। এটা আমাদের বড় অর্জন, বড় বিজয়। আন্দোলন করে আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফিরছি। আজ থেকেই সব কর্মসূচি প্রত্যাহার করছি এবং আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাচ্ছি।
তিনি জানান, গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। আমাদের এই আন্দোলন ছিল ন্যায্য। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আমরা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব, বলেন তিনি।
সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, আমরা বুঝি, সরকার শুধু আমাদের দাবি নিয়েই কাজ করে না—শিক্ষকদের আরও বিভিন্ন সংগঠন, নন–এমপিও, সরকারি, বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্ষেত্র রয়েছে। সেই বিবেচনায় সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে। আমরা কিছু ছাড় দিয়েছি, তারাও দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি বাড়িভাড়া বৃদ্ধি বাস্তবায়নের পথে।
তিনি আরও জানান, আমরা সরকারের কাছে মেডিকেল ভাতার বিষয়টি ছেড়ে দিয়েছি, তবে বাড়িভাড়ার প্রজ্ঞাপন আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমরা আনন্দের সঙ্গে আন্দোলন শেষ করছি।
এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ আজিজী।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করা হবে। এটি দুই ধাপে কার্যকর হবে—প্রথম ধাপে আগামী ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা), দ্বিতীয় ধাপে ২০২৬ সালের জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ কার্যকর হবে।