জানুয়ারির ১১ দিনে এলো ৭৩ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ PM

গত বছরের আগস্ট থেকে রেমিট্যান্স পালে বইছে হাওয়া যা নতুন বছরেও অব্যাহত রয়েছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে বাংলাদেশে বৈধপথে মোট ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের মুদ্রায় প্রায় ৮ হাজার ৮৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)। এই সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৬ কোটি ৬৯ লাখ ডলার।

রবিবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে বাংলাদেশে এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ে ছিল এক হাজার ৮০ কোটি মার্কিন ডলার। এই সময়ে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার।

এই ছয় মাসের মধ্যে, জুলাইতে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ডলার, এবং ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত বিভিন্ন মাসে রেমিট্যান্সের যে পরিমাণ ছিল, তা নিম্নরূপ: জুলাই ২০২৩: ১৯৭ কোটি ৩১ লাখ ডলার, আগস্ট: ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার, সেপ্টেম্বর: ১৩৩ কোটি ৪৩ লাখ ডলার, অক্টোবর: ১৯৭ কোটি ১৪ লাখ ডলার, নভেম্বর: ১৯৩ কোটি ডলার, ডিসেম্বর: ১৯৯ কোটি ১২ লাখ ডলার, জানুয়ারি: ২১১ কোটি ৩১ লাখ ডলার, ফেব্রুয়ারি: ২১৬ কোটি ৪৫ লাখ ডলার, মার্চ: ১৯৯ কোটি ৭০ লাখ ডলার, এপ্রিল: ২০৪ কোটি ৪২ লাখ ডলার, মে: ২২৫ কোটি ৩৮ লাখ ডলার, এবং জুন: ২৫৪ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।