কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১০:২৯ PM

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

এই হ্রাসকৃত মূল্যে ২২ ক্যারেটের সর্বোচ্চ মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

আজ সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। সোমবার প্রতি ভরি সোনা এক লাখ ৭২ হাজার ১২৬ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।'

সোনার নতুন মূল্য হালনাগাদ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। ২১ ক্যারেটের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকায়।

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা মিলছে প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতিতে তৈরি রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।