যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ AM

২০২৪ সালের নভেম্বর মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৪১.৬% শতাংশে উন্নীত হয়েছে। সম্প্রতি ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এই তথ্য নিশ্চিত করেছে।

অটেক্সার রিপোর্ট অনুযায়ী, গত বছর বাংলাদেশের পোশাক খাতে প্রবৃদ্ধি কমে গিয়ে ৩৬.৭% পর্যন্ত নেমে এসেছিল জানুয়ারি মাসে এবং মার্চ মাসে তা আরও কমে ১৪.২% হয়। কিন্তু নভেম্বরে বাংলাদেশের পোশাক রপ্তানি ৬১৩.৯১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়, যা গত বছরের একই সময়ে ছিল ৪৩৩.৫৬ মিলিয়ন ডলার।

গত বছরের নভেম্বরে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি তখনকার অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি ছিল। তবে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে মোট পোশাক রপ্তানি বৃদ্ধির পরও, ২০২৩ সালের বেশিরভাগ মাসের তুলনায় তা কম ছিল। ২০২৪ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে রপ্তানি প্রবৃদ্ধির হার সামান্য ছিল, যা ০.২% থেকে ৬.৮% এর মধ্যে ওঠানামা করেছে।

বছরের শেষ প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধিতে গতি ফেরাতে শুরু করে, যেখানে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি দাঁড়ায় ১৮.৪% ও অক্টোবরে ২৬.৭%। তবুও, নভেম্বরে রেকর্ড প্রবৃদ্ধির পরও, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০২৩ সালের একই সময়ের তুলনায় ০.৪৪% কম ছিল। ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বরের রপ্তানি আয় ছিল ৬.৭৯ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৬.৭৬ বিলিয়ন মার্কিন ডলারে।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তবে তিনি এটি মনে করিয়ে দেন যে, ২০২৩ সালের নভেম্বরে আমদানির পরিমাণ অস্বাভাবিকভাবে কম ছিল।

সূত্রের খবর অনুযায়ী, একই সময়ে ভারতের পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৪.৪৯%, এবং যুক্তরাষ্ট্রে ভারতের পোশাক রপ্তানি ১৩.২৬% বেড়েছে। ভারত স্থানীয় কাঁচামাল ব্যবহার করে প্রতিযোগিতামূলক মূল্যে আরও বেশি পোশাক রপ্তানিতে সফল হয়েছে। 

অটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ১১ মাসে বাংলাদেশ ২.১৭ বিলিয়ন বর্গমিটার পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৩.৯৮% বেশি। অপরদিকে, ভারত একই সময়ে ১.২৭ বিলিয়ন বর্গমিটার পোশাক রপ্তানি করেছে, যার মূল্য ৪.৩৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

ভিয়েতনাম থেকেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ৪.৪৮% বেড়েছে, যেখানে গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরে ভিয়েতনাম ১৩.৭৭ বিলিয়ন ডলার আয় করেছে। উল্টো দিকে, গত বছরের প্রথম ১১ মাসে চীনের পোশাক রপ্তানি থেকে আয় ০.৩০% কমেছে। সার্বিকভাবে, যুক্তরাষ্ট্রে গত বছরের প্রথম ১১ মাসের পোশাক আমদানির পরিমাণ ছিল ৭২.৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ০.৬৩% বেশি।