উপদেষ্টা আসিফ মাহমুদ

শিগগিরই মাঠে নামছে বাজার মনিটরিং টাস্কফোর্স

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৪ AM

ফের সক্রিয় হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলের বাজার সিন্ডিকেট। এর ফলে বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বাজার কোনোভাবেই বাগে আসছে না। ডিম, মুরগি, সবজি, ভোজ্যতেল—   সবকিছুই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আজ রোববার কাঁচামরিচ কেজিতে ৪০০ টাকা ছুঁয়েছে। সরকার কিছু পণ্যের দাম বেঁধে দিলেও কোথাও তা মানা হচ্ছে না। 

বলা হচ্ছে, ভোজ্য তেল ও ডিমের মতো কিছু খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট হাতেগোনা কয়েকটি কোম্পানি। এই প্রভাবশালী সিন্ডিকেটের কারণেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। আমদানিতে শুল্ক হ্রাস ও প্রত্যাহার করেও লাভ হচ্ছে না। আলু আমদানিতে শুল্ক কমানো হয়েছে। পেঁয়াজে প্রত্যাহার করা হয়েছে।  ভোজ্যতেল ও চিনির আমদানি শুল্ক প্রত্যাহারের কথাও চলছে।

অবশেষে সরকার বাজার সংক্রান্ত মনিটরিং টাস্কফোর্স গঠনের পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’