ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ডলার
২০২৩ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। বছরের শেষ মাস ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার। ডলারের ব্যাংক ও হুন্ডি পদ্ধতির বিনিময় হারের মধ্যে ব্যাপক পার্থক্য থাকার প্রেক্ষাপটে দেশ থেকে বেশি সংখ্যক শ্রমিক বিদেশে গেলেও রেমিট্যান্সের প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি।
এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৫৪ শতাংশ বেশি।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ২০২২ সালে রেমিট্যান্স আয় ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার ও ২০২১ সালে তা ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক দ্য ডেইলি স্টারকে জানান, ২০২৩ সালের শেষ মাসে প্রবাসীরা ১৯০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৯৩ বিলিয়ন ডলার। এটি এর আগের মাসের তুলনায় এক দশমিক ৫৫ শতাংশ কম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, বিদায়ী বছরে ২ হাজার ১৯১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর আগের বছর, অর্থাৎ ২০২২ সালে প্রবাসী আয়ের এই পরিমাণ ছিলো ১ হাজার ৯৬৪ কোটি টাকা। অর্থাৎ, গেল বছর প্রবাসী আয় প্রবাসী আয় ১১ শতাংশের মত বেড়েছে।
এতে আরও জানানো হয়, ২০২৩ সালের শেষ মাসে ব্যাংকগুলো ১.৯৯ বিলিয়ন ডলার (১৯৮ কোটি ৯৮ লাখ ডলার) রেমিট্যান্স পেয়েছে। আর ২০২২ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১.৭ বিলিয়ন ডলার। ডিসেম্বরে আসা রেমিট্যান্স গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাসে ফের ধাক্কা লাগে প্রবাস আয়ে। জুলাইয়ে রেমিটেন্স কমে হয় ১৯৭ কোটি ৩১ লাখ ডলার। পরের মাস অগাস্টে আগের বছরের চেয়ে ২১ দশমিক ৪৭ শতাংশ কমে দেশে আসে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। সেপ্টেম্বরে তা আরও কমে ১৩৪ কোটি ৩৪ লাখ ডলার হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১০.৭৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২.৯০% বেশি। ২০২২-২৩ অর্থবছরের এই সময়ে প্রবাসীরা ১০.৪৯ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। প্রবৃদ্ধি ছিল ২.৪৮ শতাংশ।
গত বছরের নভেম্বর শেষে দেশে এসেছিল ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয়, আগের বছরের একই মাসের চেয়ে যা ২১% বেশি।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স কমে হয় ১৯৭ কোটি ৩১ লাখ ডলার। পরের মাস আগস্টে আগের বছরের চেয়ে ২১.৪৭% কমে দেশে আসে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। সেপ্টেম্বরে তা আরও কমে ১৩৪ কোটি ৩৪ লাখ ডলার হয়।
গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৬ মাসে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৬ মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ৩০ কোটি ৫২ লাখ ডলার বেশি এসেছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছিল, ডিসেম্বরের শেষে রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।