চীন ও পাকিস্তান থেকে এলো ২২৬ টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ PM

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত দুই দিনে আমদানি হয়েছে ২২৬ টন পেঁয়াজ। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। 

আজ সোমবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহ আলম বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরে গত দুই দিনে ২২৬ টন পেঁয়াজ নিয়ে জাহাজ ভিড়েছে। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়। এর মধ্যে রবিবার (১০ ডিসেম্বর) চীন থেকে আমদানি করা হয়েছে ১৬৮ টন। সোমবার পাকিস্তান থেকে আমদানি করা হয় ৫৮ টন। এসব পেঁয়াজ খালাসের জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই শেষে ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।’ 

প্রসঙ্গত, ভারত সরকার আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার খবরে হঠাৎ করেই বাড়তে থাকে পণ্যটির দাম।

দেশের পাইকারি বাজার খাতুনগঞ্জের অধিকাংশ আড়তে পেঁয়াজ নেই। যেসব আড়তে আছে সেগুলো ২১০-২৯০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। খুচরায় ২৩০-২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।