আজ সোনা ও রুপার দাম যত

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ AM

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ সমন্বয় অনুযায়ী নতুন দর আজ রোববার (২৬ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

গত বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮,৩৮৬ টাকা কমানো হয়েছে। নতুন দামে ইতোমধ্যে বাজারে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী —

২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,০৮,৯৯৬ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৭০,৯৯৪ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪২,২১৯ টাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

এছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার মান ও ডিজাইনভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুপার দামও ভরিতে ৭৩৫ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী —

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৪৭০ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,২১৪ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,৪৬৭ টাকা

সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩,৩৫৯ টাকা