জুলাইয়ের ২৯ দিনে যত টাকা পাঠালেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৮:১২ PM

গত বছরের আগস্ট থেকে বাংলাদেশে রেমিট্যান্স পালে বইছে জোয়ার। সেই ধারা অব্যাহত রয়েছে চলতি মাসেও। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৯ দিনে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৭ কোটি ৮৫ লাখ ডলার।

আজ বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার, যেখানে গত বছর একই সময়ে এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছরে ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২৯ জুলাই একদিনেই দেশে ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বমোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।