বাতিল হচ্ছে দেশের ১০ অর্থনৈতিক অঞ্চল

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ PM

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ সরকার দেশের ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

আজ রবিবার (১৩ এপ্রিল) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিডা ও বেপজার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

আশিক চৌধুরী বলেন, “নির্ধারিত ১০০ অর্থনৈতিক অঞ্চলের মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ১০টি অঞ্চল চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।”

বাতিল হওয়া সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো:

সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (কক্সবাজার); সুন্দরবন ট্যুরিজম পার্ক (বাগেরহাট); গজারিয়া অর্থনৈতিক অঞ্চল (মুন্সীগঞ্জ); শ্রীপুর অর্থনৈতিক অঞ্চল (গাজীপুর) এবং ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল (ময়মনসিংহ)।

বাতিল হওয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো হলো:

বিজিএমইএ গার্মেন্টস শিল্প পার্ক (মুন্সিগঞ্জ); ছাতক ইকোনমিক জোন (সুনামগঞ্জ); ফমকম ইকোনমিক জোন (বাগেরহাট); সিটি স্পেশাল ইকোনমিক জোন (ঢাকা) এবং সোনারগাঁও অর্থনৈতিক অঞ্চল (নারায়ণগঞ্জ)।