অক্টোবরে দেখতে পাবেন পরীমণির ‘রঙিলা কিতাব’
![অক্টোবরে দেখতে পাবেন পরীমণির ‘রঙিলা কিতাব’](https://citizenjournal24.com/resources/img/article/202409/Sudeepto_cj_2024-1200345.jpg?v=1.1)
দীর্ঘদিন পর্দা থেকে দূরে ছিলেন পরীমণি। গেল বছরের শেষ থেকে আবারও নিয়মিত হয়েছেন কাজে। সিনেমার পাশাপাশি কাজ করছেন ওটিটিতেও। শিগগিরই মুক্তি পাবে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব।’ কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। সিরিজটি আসছে অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পাবে।
‘রঙিলা কিতাব’-এ পরীমণির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।
ওয়েব সিরিজটিতে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে পরীমণিকে। গত ৮ আগস্ট সিরিজটি মুক্তির কথা থাকলেও বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি বিবেচনায় মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেওয়া হয়।