বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৯:১৪ AM

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলা। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৮ লাখের অধিক মানুষ। চলমান বন্যা পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও। এবার বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘বন্যার্তদের পাশে চলচ্চিত্রকর্মীরা’ নামের একটি প্ল্যাটফর্ম।

আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপি এই প্রদর্শনী আয়োজিত হবে রাজধানী ঢাকার উত্তরার দুটি ভেন্যুতে। একটি রবীন্দ্র সরণী, অন্যটি বটতলা মুক্ত মঞ্চ। 

উদ্বোধনী দিন (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নির্মাতা রাশিদ পলাশের ‘পদ্মাপুরাণ’ এবং রাত ৮টা ৩০ মিনিটে থাকছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। পরদিন (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় থাকছে নির্মাতা খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’।

জানা যায়, দুটি ভেন্যুতে একই সময়ে চলচ্চিত্রগুলো দেখতে পাবেন দর্শকরা। আগামীতে বাড়তে পারে ভেন্যুও।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়ে রাশিদ পলাশ বলেন, ‘দেশের মানুষ বারবার বন্যায় বিপদগ্রস্ত হন। ভারতীয় আগ্রাসনের কারণেই এমনটা হয়। বর্ষাকালে বন্যা, আবার শুকনা মৌসুমে ফসল চাষের পানি পাওয়া যায় না। সিনেমাগুলোয় সেসব বিষয় রয়েছে।’