অভিনয়ে ফেরার ইচ্ছে জানিয়েছেন মোনালিসা
বাংলাদেশের মডেলিং জগতে তুমুল জনপ্রিয় মোনালিসা। অভিনয়ও করেছেন দাপটের সঙ্গে। তবে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে দূরে সরে যান এ অভিনেত্রী। বেছে নেন প্রবাসজীবন। বর্তমানে ছুটিতে এসেছেন বাংলাদেশে। এ সময় জানালেন ভালো গল্প হলে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দেখা যেতে পারে তাকে।
মোনালিসা দেশে এসেই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রোডাক্ট লাউঞ্জ অনুষ্ঠানে উপস্থিত হন। সেখান তিনি বলেন, ‘আমি আজ মোনালিসা শুধু দর্শক এবং আপনাদের ভালোবাসায়। অনেক দিন পর দেশে এসেও এমন ভালোবাসা সত্যিই আমাকে অভিভূত করেছে। প্রবাসে সবকিছুই আছে। শুধু এ ভালোবাসাটিই নেই।’
এ সময় আবারও কাজে ফিরবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিনয় তো আমি সবসময়ই করতে চাই। শুরু থেকেই বেছে বেছে কাজ করার অভ্যাস ছিল আমার। তবে আমেরিকায় চলে যাওয়ার পর মিডিয়া থেকে একেবারেই দূরে আমি। এখন বাংলাদেশে আছি। ইচ্ছে আছে ঈদে কিছু কাজ করার। সে ক্ষেত্রে যদি গল্প ও নির্মাতা ভালো হয়, তাহলে আমাকে এবার ঈদেই দর্শক পর্দায় দেখবেন।’
এ সময় অভিনেত্রী বড় পর্দায় অভিনয়ের ইচ্ছের কথাও জানান। বলেন, ‘প্রথম থেকেই সবাই আমাকে সিনেমায় অভিনয়ের বিষয়ে জিজ্ঞেস করত। তখন আমি ছোট ছিলাম, তাই করা হয়নি। এখন যদি কেউ চায় সিনেমায় আমাকে নিয়ে কাজ করতে, আমি রাজি হয়ে যাব। সে ক্ষেত্রেও গল্প ভালো হতে হবে।’
২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান মোনালিসা। সংসারজীবনে তাদের বিচ্ছেদ হলেও সেই থেকে ব্যক্তিজীবনে আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে। বর্তমানে কর্মরত আছেন কিকো মিলান নামের একটি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে।