তোর মতো খাটি প্রেমিক আমি জীবনেও দেখিনি: সানির জন্মদিনে মিশা
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। পরবর্তীতে বেশ কয়েকটি সিনেমায় ভিলেনের চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। সেখানেও সফলতার পরিচয় দিয়েছেন। গতকাল সোমবার (৬ মে ) ছিলো তার জন্মদিন। জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ওমর সানী।
সোমবার (১১ মে) বেলা ১১টায় ওমর সানীকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন জলচ্চিত্রের গুণী অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপাতি মিশা সওদাগর। চলচ্চিত্রের বাইরেও তারা দুজন বেশ ভালো বন্ধু। জন্মদিনে তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা লিখেন, গল্প উপন্যাস সিনেমা নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি, কিন্তু তোর মতো খাটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম, হে প্রেমিক। শুভ জন্মদিন, হে প্রেমিক। শুভ জন্মদিন, ওমর সানী।
১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন ওমর সানী। তার সিনেমায় অভিষেক হয় ১৯৯২ সালে নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি টানা কাজ করে গেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরি হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’ ও ‘আজব প্রেম’ প্রভৃতি।
ক্যারিয়ারের প্রথম ধাপে ওমর সানী নায়কের চরিত্রে অভিনয় করেছেন। এরপর তিনি অনেকটা মুটিয়ে যান। যার ফলে নায়কের ভূমিকায় আর কাজ করতে পারেননি। ২০০৫ সালে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় শুরু করেন। সেই সিনেমার নাম ছিল ‘ওরা দালাল।’ সিনেমাটির নায়ক ছিলেন শাকিব খান।
ব্যক্তিগত জীবনে ওমর সানী হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর স্বামী। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে জড়ান তারা। এরপর ১৯৯৬ সালে বিয়ে করেন। শোবিজের অন্যতম সফল জুটি তারা। এই দম্পতির সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। ওমর সানীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেডবডি’ । সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।