ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে: অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০২ AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানোর ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ওই নোটিশে ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারার নাম উল্লেখ থাকায় বিষয়টি ঘিরে বিতর্ক আরও বেড়েছে।

এবার এ বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে।’

তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন যিনি এই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।’

‘তিনি (ডাক্তার তাসনিম জারা) এমন একজন যিনি আন্তর্জাতিক সুযোগ প্রত্যাখ্যান করে এই দেশের জন্য কাজ করতে এসেছেন। পাশাপাশি সচেতন এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করার জন্য এসেছেন। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?’

ফারিয়ার ভাষ্যে, ‘আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যে ক’জন ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের মুখ বন্ধ করার চেষ্টা বন্ধ করুন। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।’