আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না: বাঁধন

ছোটপর্দার অভিনেত্রী আজমেরি হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। জুলাই আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন বাঁধন। তবে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ‘রোহানা মরিয়ম নূর খ্যাত এই অভিনেত্রী।
তবে বাংলা নববর্ষ উপলক্ষে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল বাঁধনকে। এক পোস্টে জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থেকেই ভালো ছিলেন।
বর্ষবরণের দিনে সাধারণ মানুষের পাশাপাশি তারকারা যখন উদযাপনে ব্যস্ত তখন পৃথিবীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন লিখেছেন, “হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ!” এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার কারণ ও নিজের সংগ্রামের কথা বলেছেন।
তিনি লেখেন, “শুধু বলতে চাই, আমি এখনও এখানেই আছি। এখনও আমার মায়ের বাড়িতেই থাকি, এখনও আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে।”
বাঁধন লেখেন, “আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি। সত্যি বলতে, এটি আমাকে শান্তি এনে দিয়েছে। আমি নিজ হাতে তৈরি হওয়া একজন মানুষ। আমি যে পথে হেঁটেছি তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার।”
তিনি আরও বলেন, “আমার ভুলগুলোকে স্বীকার করি, এবং আমার বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে নাড়াতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।”
সবশেষ অভিনেত্রী লিখেছেন, “কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।”