ফিলিস্তিনিদের নিয়ে পূজা চেরির স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১১:১৩ AM

ফিলিস্তিনের ওপর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের অব্যাহত হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শিশু-নারীসহ অসংখ্য বেসামরিক মানুষ। দখলদার দেশটির হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তুপ আর মৃত্যুপুরীতে। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। সেই সঙ্গে ইসরায়েলকে এমন বর্বরতার জন্য ধিক্কার জানাই। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের দিন্দা জানান। দেশের শোবিজ তারকারও এ বিষয়ে প্রতিবাদমুখর। সোশ্যাল মিডিয়ায় তারা এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরিকেও। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন এই নায়িকা। 

এবার বিষটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি আর্টওয়ার্ক এবং একটি ছবি দিয়ে তিনি তুলে ধরেছেন অসহায় ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি। এরপর বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ক্যাপশনে পূজা লিখেছেন, এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু, যাদের হাত থেকে মাসুম বাচ্চাদেরও রেহাই নেই, এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু।

এদিকে পূজার এই স্ট্যাটাসের আগে ফিলিস্তিনের গাজা ও রাফা শহর নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা সিয়াম আহমেদ, তমা মির্জা, ওমর সানী সহ আরও অনেকেই।