মুক্তিতে বাধা নেই নিশোর ‘দাগি’

পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তত আফরান নিশোর ছবি ‘দাগি’। সেন্সরের পরীক্ষা–নিরীক্ষা কাটিয়ে সোমবার (২৪ মার্চ) সিনেমাটি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ছবির সহ-প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সীরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা।
চলচ্চিত্র সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, 'ঈদে সবাই মিলে যেন সিনেমা উপভোগ করতে পারেন, তেমন সিনেমাই আমরা করতে চেয়েছি এবং সেটি করতে পেরেছি বলে মনে হয়। কারণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ‘দাগি’ সিনেমাকে ইউ গ্রেড দিয়েছে।'
এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার, রোম্যান্টিক গান, অফিশিয়াল পোস্টার। এসব দেখে সামাজিক মাধ্যমে ভক্ত–দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। চলচ্চিত্র সার্টিফিকেট পাওয়ায় সেই আনন্দ আরও বেড়ে গেছে।